মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার দরগাহ্ গেইটে তাজপুর ইউনিটি ইসলামী সুন্নী যুব সংঘের উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোঃ আব্দুর রাজ্জাক (রাজু সর্দার) এর সভাপতিত্বে ও হাফেজ ক্বারী আব্দুল কাইয়ূম শাহ্ এর পরিচালনায় সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির ওয়াজ করেন মুফতী গিয়াস উদ্দিন আত ত্বাহেরী। বিশেষ অতিথির আলোচনা করেন হযরত মাওঃ মাজহারুল ইসলাম আল-কাদ্বরী,। প্রধান বক্তা ছিলেন হযরত মাওঃ শাহ্ জালাল আবেদী আল-আজিজি, বিশেষ মেহমান স্থানীয় ইউপি সদস্য মোঃ আমির আলী জাদু, হাজী মোঃ এলাইছ মিয়া, সালাহউদ্দিন তালুকদার বাহার, মোঃ আব্দুল কাদির শাহ্, মোঃ লিলু মিয়া শাহ্, মোঃ মতি মিয়া, মোঃ সুজন শাহ্, মোঃ ফিরোজ মিয়া, মোঃ রঙ্গু মিয়া, মোঃ রশিদ মিয়া, মোঃ আজিজুল ইসলাম মতিন প্রমুখ।