চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু তাহের এ ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ নাহা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহরম আলী, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আব্দুল হাই, ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমান, আশ্রাব আলী হাবিলদার, সোনা উল্লাহ, আঃ ছালাম, ঠিকাদার শামীম আহমেদ, সহকারি প্রধান শিক্ষক সুজিত কুমার দেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে শিক্ষা প্রকৌশল বিভাগ প্রায় ৮৭ লাখ ব্যয়ে এ ভবন নির্মাণ করছে।