স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে ধানবোঝাই ট্রলির ধাক্কায় আব্দুল বারিক (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে ওই গ্রামের রজব আলীর পুত্র। গত ১ মে বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্র জানা যায়, বারিক ওই সময় বাড়ির পাশের একটি সড়কে শিশুদের সাথে খেলা করছিল। এ সময় ধানবোঝাই একটি ট্রলি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করে।