স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে মহান মে দিবস পালিত হয়েছে। গত পহেলা মে দুপুরে শিবপাশায় সংগঠনের সভাপতি শরিফ চৌধুরীর সভিপতিত্বে ও সাধারন সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জের সিনিয়র আইনজিবি, শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সাবেক সভিপতি এডঃ এটিএম জিল্লুর রহমান চৌধুরী, আজমিরিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নলিউর রহমান তালুকদার, ডাঃ নুরুল হক, মাওঃ নজরুল ইসলাম সহ শ্রমিক নেতৃবৃন্দ। পরে বিকেলে শত শত শ্রমিকরা সংগঠনের সভিপতি শরিফ চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল সিএনজি গাড়ির শোভা যাত্রা বের করে।