স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর কোর্টে বিপুল পরিমাণ দেশীয় জাওয়া মদ বিনষ্ঠ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের উপস্থিতি মাদক মামলার জব্দকৃত ১শ লিটার দেশীয় জাওয়া মদ প্রকাশ্যে আদালতের মাঠে বিনষ্ঠ করা হয়। এ সময় জিআরও আব্দুর রাজ্জাকসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সদর থানা পুলিশ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান সংলগ্ন মুচি বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক উদ্ধার করে এবং মহিলাসহ ২ জনকে গ্রেফতার করে।