মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভার ফায়ার সার্ভিস এলাকার থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থী রাসেল মিয়া মঙ্গলবার দুপুর ১২টা থেকে নিখোজ রয়েছে। সে পৌর এলাকার ফায়ার সার্ভিস আবাসিক এলাকার মজিবুর রহমানের ছেলে। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
রাসেলের চাচা আব্দুল কাইয়ুম জানান, মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে তার ভাতিজা রাসেল মিয়াকে সাড়ে ১৮ হাজার টাকা দিয়ে দোকানের মাল আনতে বাজারে পাঠায়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলে সে ফিরে না আসায় তার মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোজাখোজি করেও তাকে পাওয়া যায়নি।