শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের নছরতপুর রেল গেইটে ট্রেনের ছাদ থেকে পড়ে এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকাগামী কালনী ট্রেনের ছাদের উপর থেকে পড়ে এ শিশু আহত হয়। তার পরিচয় পাওয়া য়ায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নছরপুর গেইটের উপর দিয়ে ডিশ লাইনের তার চলে গেছে। ভুলবশত এ লাইনের তারে জড়িয়ে এ শিশু ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আহত হয়েছে।