স্টাফ রিপোর্টার ॥ কালবৈশাখি ঝড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মাঝে দরিদ্র মুক্তিযোদ্ধা ময়না মিয়ার বসতঘরও রয়েছে। গত ১ মে রাতে সৃষ্ট কালবৈশাখি ঝড়ে খোয়াই বাঁধে অবস্থিত ভূমিহীন ময়না মিয়ার বসতঘর পড়ে যায়। এতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয় ঘরটি। ফলে পরিবার পরিজন নিয়ে প্রায় খোলা আকাশের নিচেই বসবাস করতে হচ্ছে তাকে। সরেজমিনে ময়না মিয়ার বাড়িতে গেলে তার স্ত্রী রাহেলা খাতুন সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।