প্রেস বিজ্ঞপ্তি ॥ পুজিবাদী দুঃশাসন, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ান- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ হবিগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে স্থানীয় আরডি হল প্রাঙ্গনে আলোচনা সভা এবং গণসঙ্গীত পরিবেশিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডঃ জুনায়েদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ন্যাপ সভাপতি এবং সাবেক অধ্যাপক গকুল চন্দ্র দাশ, হবিগঞ্জ জেলা বারের সাবেক সহ-সভাপতি এডঃ মুরলী ধর দাশ, তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী শিবলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডঃ রনধীর দাশ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক পিকে সূত্রধর। এতে উপস্থিত ছিলেন, জেলা জাসদ সভাপতি এডঃ তাজউদ্দিন আহমেদ সুফি, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, ফরহাদ আহমেদ, জাহির উদ্দিন, মুজিবুর রহমান, সিদ্দিকী হারুন, তোফাজ্জল সোহেল, এডঃ কামরুল ইসলাম, এডঃ জিলু মিয়া, এডঃ আব্দুল জলিল, প্রভাষক তানসেন আমীন, হুমায়ুন কবির প্রমুখ।
সভায় বক্তাগণ গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরী ১৫,০০০/- টাকা নির্ধারণ, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করা, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্তম্ভ সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার মধ্য দিয়ে মে দিবসের সফলতা নিহিত বলে মনে করেন।