মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে দু’দিন ব্যাপী ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিজ্ঞানী ড. কামরুল হাসান, প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার রোকসানা পারভীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমূখ। মেলায় ১০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন।