প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে ব্র্যাকের উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার, প্রতিবন্ধি এবং অতিদরিদ্রদের মাঝে নগদ ৫০০ টাকা ও জন প্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। চৌধুরী বাজার অফিসের মাধ্যমে ১শ পরিবারকে এ সহায়তা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমদ, ৩নং ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, ব্র্যাক আইডিপি প্রধান কার্যালয়ের ম্যানেজার আঞ্জুমান আরা বেগম, ব্র্যাক বানিয়াচং উপজেলা প্রধান এ এইচ এম মিজানুর রহমান, চৌধুরী বাজার অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী সুলতানা রেহানা, ফারহানা ইয়াসমিনসহ ব্র্যাকের উপজেলা পর্যায়ের সকলস্তরের কর্মকর্তাগণবৃন্দ।
উল্লেখ্য, পর্যায়ক্রমে বানিয়াচং উপজেলার ব্র্যাকের ১০টি অফিসের মাধ্যমে ৩ হাজার ৭শ ক্ষতিগ্রস্থ পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে।