স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে জয় লাভ করেছে সামছুল হুদা-আলমগীর প্যানেল। গতকাল হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টা থেকে নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়ে একটানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে ২টি প্যালেনে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শামছুল হুদা (মটর সাইকেল) প্রতিক নিয়ে ৬৫৬ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল (ঘোড়া) প্রতিক নিয়ে পান ৪২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর (মোরগ) প্রতিক নিয়ে ৫৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ মোঃ আলমগীর আলম সুমন (হরিণ) প্রতিক নিয়ে পান ৪৯২ ভোট। সহ-সভাপতি মীর একেএম জমীলুন্নবী ফয়সল (আঙ্গুর) প্রতিক নিয়ে পান ৫৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গিরিন্দ্র চন্দ্র গোপ (আনারস) প্রতিক নিয়ে পান ৪৮৪ ভোট। কোষাধ্যক্ষ পদে হাজী আব্দুর রহমান তালুকদার (তালা-চাবি) প্রতিক নিয়ে ৫২৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মখলিছ মিয়া (আলমিরা) প্রতিক নিয়ে ৪৮৭ ভোট। দপ্তর সম্পাদক পদে সৈয়দ জোয়েব হোসাইন (টমটম) প্রতিক নিয়ে ৫১৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ওয়াহেদুল আপ্তাবুল আলম রিপন (দোয়াত কলম) প্রতিক নিয়ে পান ৪৮৭ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে এস এম মনিরুল ইসলাম (ময়ুর) প্রতিক নিয়ে ৫৪৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল কাইয়ূম (প্রজাপতি) ৪৪৮ ভোট পান। নির্বাচনে ৬টি সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ভোট পান এবিএম মাহফুজুর রহমান নোমান (হাঁস) ৭৯২। অপর নির্বাচিতরা হলেন মাজহারুল ইসলাম (উঠ) ৭২৪, মোঃ নাজমুল হুদা (টেবিল) ৭০১, মোঃ সামছুল আলম (বই) ৬৯৭, মাহফুজ চৌধুরী ৬৫৮ ও মোঃ সাকিব আহমেদ ৫৮২ ভোট। সদস্য পদে জহিরুল ইসলাম বাচ্চু (উঠ) ৫১৬ ও চন্দন কান্তি দাশ (কাপ প্লেইট) পান ভোট ৫০৭। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মামুন মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতো মধ্যেই নির্বাচিত হন।
সকাল থেকে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র প্রাঙ্গণে ভোটার, প্রার্থীর কর্মী সমর্থক ভিড় জমান। এর পূর্বে ভোট কেন্দ্র প্রাঙ্গণের প্রধান সড়কসহ আশপাশ এলাকা প্রার্থীদের পোস্টার সাজানো হয়। সারাদিন ভোট কেন্দ্র প্রাঙ্গণ ছিল মুখরিত। প্রার্থীর কর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী মানুষের ভিড় ছিল লক্ষনীয়। বিকেলে ৪টার সময় ভোট গ্রহন শেষ হওয়ার পরই ফলাফল জানার জন্য ভিড় আরো বেড়ে যায়। এরপর ভোট গননা শুরু হয়। রাতে প্রধান নির্বাচন কমিশনার মর্তুজা ইমতিয়াজ ফলাফল ঘোষণা করেন।