শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জের করগাও ইউপির মহিলা মেম্বার ওয়ারিছার বিরুদ্ধে সাধারণ মানুষদের সাথে প্রতারনার অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ৩০ কেজি চাউল ও নগদ ৫শ টাকা দেবার কথা বলে কয়েক শত দরিদ্র মানুষের নিকট থেকে ২০ টাকা করে হাতিয়ে নিয়েছেন নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মহিলা সদস্য ওয়ারিছা বেগম। এদিকে টাকা ও চাল দেয়ার কথা বলে ডেকে এনে ওই মহিলা মেম্বারের শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন লেখা ব্যানার ধরিয়ে দিয়ে ছবি তোলা হয়েছে বলে অভিযোগ করেন হতদরিদ্র মহিলারা। এ ব্যাপারে একাধিক মেম্বারে সাথে যোগাযোগ করা হয়ে তারা জানান, এ ধরণের কোন বরাদ্ধ আসেনি। মহিলা মেম্বার হতদরিদ্র মানুষের সাথে প্রতারণা করে তাদের নিকট থেকে টাকা ও আইডি কার্ড নিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, করগাও ইউনিয়নের শেরপুর, দুর্গাপুর, কামালপুর, সর্দারপুর, শাকোয়াসহ কয়েক গ্রামের হতদরিদ্র লোকদের ৩০ কেজি চাল ও নগদ ৫শ টাকা দেয়ার কথা বলে ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ওয়ারিছা বেগম ও তার সহযোগিরা গত বৃহস্পতিবার নগদ ২০ টাকা সহ আইডি কার্ড নিয়ে ইউনিয়ন অফিসে আসতে বলেন। সে অনুযায়ী উল্লেখিত গ্রাম সমুহের ৫/৬ ’শ মহিলা ইউনিয়ন অফিস এলাকায় আসেন এবং আইডি কার্ড ও ২০ টাকা ওয়ারিছা বেগমের নিকট প্রদান করে। বেশ কিছু সময় অপেক্ষার পর চাল ও টাকা না পেয়ে মহিলারা জিজ্ঞেস করলে তাদের হাতে মহিলা মেম্বারের শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন লেখা ব্যানার ধরিয়ে দিয়ে ছবি তুলেন এবং বলেন ওই ছবি পাঠালে টাকা আসবে। এ সময় লোকজন চেয়ারম্যান কোথায় জানতে চাইলে শালিসে আছেন বলে ওয়ারিছা জানান। এ সময় লোকজন জমায়েত হয়ে মহিলা মেম্বারের নিকট এ নাটক করার কারণ জানতে চাইলে কোন সদুত্তর না দিয়ে চুপিসারে চলে যান। এ ঘটনায় এলাকার দিনমুজুর হত দরিদ্র লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনার বিবরন দিয়ে এলাকার ফুলমতি সরকার, বানেছা বিবি, সালেমা বিবি, ফুলতারা বিবি ফুরিদা বিবি, করিমা বেগম, আম্বিয়া বেগম, জানু বেগম বলেন আমাদেরকে মহিলা মেম্বার ওয়ারিছা বেগম ৩০ কেজি চাউল ও নগদ ৫শ টাকা দিবে বলে শাকোয়া বাজারের নিয়ে যান। সেখানে গিয়ে চেয়ারম্যান সাহেব কোথায় জানতে চাইলে ওয়ারিছা জানান চেয়ারম্যান সাহেব একটি বিচারে আছেন। পরে আসবেন। এ কথা বলে তাদের লাইনে দাঁড়ানো কথা বলে ওয়ারিছা তাদের জানান, সাংবাদিকরা আসবেন। তারা ছবি তুলবেন এবং ভিডিও করবেন। পরে তা মন্ত্রণালয়ে পাঠালে বরাদ্দ আসবে।
এ ব্যাপারে জানতে চাইলে করগাও ইউনিয়নের মেম্বার বদরুজ্জামান, মেম্বার নুর মিয়া ও মেম্বার মুহিত মিয়া বলেন, মহিলারা তাদের জানিয়েছে নগদ ৫শ টাকা ও ৩০ কেজি চাল দেয়ার কথা বলে প্রত্যেকের নিকট থেকে মহিলা মেম্বার ওয়ারিছা বেগম নগদ ২০ টাকা ও আইডি কার্ড নিয়েছেন। এ ধরনের কোন বরাদ্দ আসছে কি-না জানতে চাইলে মেম্বারগণ জানান, সরকারের এ ধরনের কোন বরাদ্দই নেই। মহিলা মেম্বার প্রতারণার আশ্রয় নিয়েছে। বিষয়টি নিয়ে পরিষদের সভায় আলোচনা করা হবে বলেও জানান।
এ ব্যাপারে জানতে চেয়ে করগাও ইউনিয়নের চেয়ারম্যান ছাইম উদ্দিনের সাথে যোগাযোগ করার জন্য বার বার চেষ্টা করেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com