নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে লন্ডন প্রবাসী জিতু মিয়ার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের লন্ডন প্রবাসী জিতু মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘণ্টাব্যাপি লুটপাট চালায়। ডাকাতরা ৪টি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৩লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, বিদেশী কাপড়সহ অন্যান্য মালামাল লুটে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।