স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছ আজ মেয়রের চেয়ারে বসবেন। আজ সকাল ১০টায় পৌরসভায় অফিস করবেন। ইতিপূর্বে তিনি দায়িত্ব গ্রহণ করলেও মেয়রের চেয়ারে বসে দায়িত্ব পালন করেননি। এ উপলক্ষ্যে পৌরসভায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রার্থী হিসেবে কারাগার থেকে হবিগঞ্জ পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেয়র জি কে গউছ তৃতীয় বারের মতো হবিগঞ্জ পৌর মেয়র নির্বাচিত হন।
২০১৬ সালের ২৭ জানুয়ারী প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহন করলেও দায়িত্ব পাওয়ার পূর্বেই ২০ মার্চ গউছকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ২৩ জানুয়ারী তিনি পৌরসভার দায়িত্ব ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করলে মেয়রের পদ ফিরে পান জি কে গউছ। গত ২৩ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্ব গ্রহন করেন জি কে গউছ। কিন্তু দায়িত্ব গ্রহণের ১০ দিন পর গত ২ এপ্রিল মেয়র জি কে গউছকে আবারও বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ৪ এপ্রিল আদালত থেকে আবারো বরখাস্তের আদেশ স্থগিত করা হয়।