প্রেস বিজ্ঞপ্তি ॥ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে গ্রিক মুর্তি থেমিসের অসারণের দাবীতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী সংগ্রাম পরিষদ, হেফাজতে ইসলাম এবং জমিয়তে উলামায়ে ইসলাম। গতকাল বাদ জুমা হবিগঞ্জ শহরের নুরুল হেরা জামে মসজিদ এর চত্ত্বর থেকে শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হকের নেতৃত্বে বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা তাফাজ্জুল হক, আল্লামা আব্দুর রব ইউসুফী প্রমূখ। আল্লামা তাফাজ্জুল হক বলেন, আমাদের আন্দোলন ঈমান, ইসলাম রক্ষার আন্দোলন। তিনি অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের সামনে গ্রিক মুর্তি অপসারণের আহ্বান জানান।