স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ নেতা মুরাদ আহমেদ (২০) কে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও পৌর ছাত্রলীগের সদস্য।
গতকাল শনিবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে বেবিষ্ট্যান্ড মোড়ে এলে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে সবস্ব লুট করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতালে ছুটে যান।