স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল মিরপুর সড়কে চোরাকারবারীরা ভূয়া নম্বর ব্যবহার করে পিকআপ ও লরিযোগে তেল বিক্রি করছে। শুক্রবার গভীররাতে সদর থানা পুলিশ সদর উপজেলার বৈদ্যার বাজারে অভিযান চালিয়ে চোরাই তেলসহ একটি লরি ও একটি ট্রাক আটক করেছে। এ সময় চোরাই তেল পাচারকারীর অন্যতম সদস্য বাহুবল উপজেলার গোয়াহরি গ্রামের কাওছার মিয়া (৩৫) নামের একজন আটক করা হয়। ওই সময় সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় (ঢাকা মেট্রো-ট-১৮৪৮৭১) নম্বরের একটি তেলবোঝাই লরি ও (ঢাকা মেট্রো-১১-৬৩৬০) নম্বরের নুরীয়া পরিবহনের একটি ট্রাক আটক করা হয়। এলাকাবাসি জানান, দীর্ঘদিন ধরে বৈদ্যার বাজারের বাসিন্দা আব্দুর রাজ্জাক তালুকদার, আব্দাল মিয়া, কালাম মিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন গাড়ি থেকে পেট্রোল, অকটেন ও ভোজ্য তেল চোরাইভাবে বিক্রি করছে। এদিকে লরি চালক শরীয়তপুর জেলার চৌমুরিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র মীর হোসেন জানান, তিনি খালি ট্রাক নিয়ে সিলেট যাচ্ছিলেন। এ সময় সুজন ও আব্দাল মিয়া নামের দুই লোক তাকে মিরপুর থেকে ৫ হাজার টাকার বিনিময়ে গাড়ি ভাড়া করে বৈদ্যার বাজারে নিয়ে আসে। তখন রাজ্জাক মিয়ার দোকান থেকে তেল ভর্তি ড্রাম বের করে তার গাড়িতে তুলে সিলেট যেতে বলে। তখন পুলিশ গিয়ে তাদের আটক করে। এসআই রকিবুল হাসান জানান, তেল বিক্রির কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখালে তা ছেড়ে দেয়া হয়।