প্রেস বিজ্ঞপ্তি ॥ দূর্যোগ পূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থদের সহায়তার দাবীতে মানববন্ধন করেছে ইশা ছাত্র আন্দোলন হবিগঞ্জ। গতকাল বাদ জুমা রাজনগর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি কেএম তাজুল ইসলাম।
সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান এর পরিচালনায় মানবন্ধনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মইনুদ্দিন। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দীন আহমদ সোহেল, সাধারণ সম্পাদক সামছুল হুদা, মোঃ আশরাফুল ইসলাম, আনাছ মাহমুদ, মইনুদ্দিন, কাউছার আইয়ূব, জিল্লুর রহমান, মানছুর হাল্লাজ প্রমূখ। সভায় বক্তরা হবিগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী দেয়ার দাবী জানান এবং কৃষি ঋণ বিভিন্ন এনজিওর ঋণ মকুফ এর দাবী জানান।