মাধবপুর প্রতিনিধি ॥ উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এ স্লোগানকে সামনে রেখে মাধবপুরে দু’দিন ব্যাপি ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে সংসদ সদস্য এড.মাহবুব আলী প্রধান অতিথি হিসাবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, একাডেমীক সুপার ভাইজার রোকসানা পারভীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, শিক্ষক দেব্রত চক্রবর্তী প্রমুখ। মেলায় ১০টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।