স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে আইন শৃংখলার উন্নয়নে জঙ্গিবাদ দমনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পইল বিপিন পাল স্মৃতি পাঠাগার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, পরিদর্শক মোহাম্মদ ডালিম আহমেদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহেব আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, পুলিশ ও জনগণ মিলিতভাবে কাজ করলে দেশ থেকে জঙ্গি তৎপরতা ও অপরাধ নির্র্মূল সম্ভব। পইলে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় সদর থানার পক্ষ থেকে তড়িৎ গতিতে পদক্ষেপ নেয়া হয় এবং জড়িত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বক্তারা সদর থানা পুলিশের কার্যক্রমকে উৎসাহিত করতে পুলিশের সাম্প্রতিক কাজের ভূয়শী প্রশংসা করেন। সভায় সভাপতিত্ব করেন পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ।