আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে ব্র্যাকের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, প্রতিবন্ধি, অতিদরিদ্র ও গর্ভধারিনী মায়েদের মাঝে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাখাই ইউনিয়নের আমানউল্লাহপুর, স্বজনগ্রাম ও রুহিতন্সী গ্রামের ২০০জন লোকের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলমগীর হুছাইন, লাখাই ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ ফিরোজ ভূঁইয়া, ব্র্যাক আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নূরে আলম, জেলা মানবাধিকার ও আইন সহায়তার ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম, ব্র্যাক সিনিয়র এলাকা ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান, লাখাই শাখা ব্যবস্থাপক ত্রাণ কমিটির প্রধান গোপী নাথ বর্মন, ব্র্যাক প্রগতি ম্যানেজার বিঞ্চুপদ বিশ্বাস, শিক্ষা প্রোগ্রাম ম্যানেজার মোঃ শাহ আলম, ব্র্যাক বুল্লাবাজার শাখা ব্যবস্থাপক অমর দেব নাথ প্রমুখ। উল্লেখ্য ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জেলার লাখাই বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ক্ষতিগ্রস্ত ৮ হাজার লোকদের মাঝে পর্যায়ক্রমে ব্র্যাকের ত্রাণ বিতরণ করা হবে।