বানিয়াচং সংবাদদাতা ॥ আদালতের আদেশে পৈত্রিক ভূমি ফিরে পেয়েছেন আব্দুর রউফ।
জানা যায়, স্বত্ব মামলা নং ০১ এর আদেশ বলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান ও আদালতের নাজির গত ১০ এপ্রিল লাল নিশান দিয়ে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেওয়ান দিঘীর পাড় নিবাসী মৃত আঃ মালেকের ছেলে আব্দুর রউফকে সরজমিন দখল সমজাইয়া দেন। দখল প্রাপ্তির পর আব্দুর রউফ ঘর দরজা তৈরী করে শান্তিপূর্নভাবে কাজ করে আসছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল তাকে ভূমি থেকে উচ্ছেদ করার হুমর্কী দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।