আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন-৪র্থ উপজেলা পরিষদ নিবার্চন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। কেউ যদি বাকাঁ রাস্তায় নিবার্চিত হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাকে ওই স্বপ্ন মন থেকে মুছে ফেলতে বলব। আইন সকলের জন্য সমান। সকলকে নিবার্চনী আচরণ বিধি মেনে চলতে হবে। অন্যতায় দায়িত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে আমাদের কিছু করার থাকবে না। গতকাল মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ নিবার্চনকে সামনে রেখে প্রার্থীদেরকে নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, নির্বাহী ম্যাজিটেষ্ট মেহেদী হাসান, জেলা নিবার্চন কর্মকর্তা মনির হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, সহকারী কমিশনার ভুমি শফিউল্লাহ, অফিসার ইনচার্জ অমল কুমার ধর, চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রার্থী শ্রীধাম দাশ গুপ্ত, আব্দুল আজিজ, উপজেলা নিবার্চন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক, চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, খাইরুল আলম মুন, সৈয়দ মোঃ আলমগীর, সাহাবউদ্দিন, শফিকুল ইসলাম, পারভেজ হোসাইন চৌধুরী প্রমূখ।