স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে এক মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। এ সময় ডাকাতদের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে আহত হয়েছে। শনিবার দিবাগত শেষ রাতে পৌর এলাকার চরনুর আহমদ গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত মুক্তিযোদ্ধা সন্তান সিপন মিয়া জানান, তার বাড়ীর ভাড়াটিয়া আলতা মিয়ার ঘরে একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ঘুমন্ত লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৭ হাজার টাকা ও ৪টি মোবাইল নিয়ে যায় ডাকাতরা।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।