স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার পবিত্র লাইলাতুল মিরাজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে। এ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এতে সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।