রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ টানা ৫ দিনের বৃষ্টি ও ভারতীয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া এলাকায় সোনাই নদীর উপর নির্মিত ব্রীজের মধ্যে’র পিলার দেবে গেছে। ফলে ব্রীজটি বিধ্বস্ত হয়ে উপজেলা সদরের সঙ্গে কুটানিয়া, হরিশ্যামা গ্রামের জনসাধারনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়া উপজেলার অধিকাংশ এলাকার নিচু অঞ্চলের উঠতি বোরো ফসল তলিয়ে গেছে। আবার কৃষকরা আধা পাকা ধান জমি থেকে কেটে বাড়ীতে নিয়ে আসলেও বৃষ্টির কারণে তা গোলায় তুলতে পারছেন না। উপজেলার অধিকাংশ এলাকায় সবজির ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। অনেক কৃষক ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে বোরো ধান ও সবজি চাষ করেছিলেন। লাভের টাকায় দেনা পরিশোধের কথা থাকলেও কৃষকদের আশায় গুড়োবালি।
উপজেলা কৃষিকর্মকর্তা আতিকুল হক জানান, টানা বৃষ্টিতে উপজেলা প্রান্তিক কৃষকরা ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককের তালিকার কাজ চলছে।