স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের চুরি হওয়া প্রাইভেট গাড়ীর কাগজপত্র পাওয়া গেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার কলিমনগর এলাকায় একটি খালের পাড়ে কাগজগুলো পেয়েছে লিমন নামে এক কিশোর।
স্থানীয় সূত্র জানায়, কলিমনগর গ্রামের আব্দুল হেকিমের পুত্র লিমন মিয়া খালে মাছ ধরতে যায়। এসময় একটি পলিথিনে মোড়ানো কাগজপত্র হাতে নিয়ে দেখে এটি একটি গাড়ীর কাগজ। কাগজে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দেখে সে ফোন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিষয়টি অবগত করে।
পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছকে বিষয়টি জানান। এ খবর পেয়ে হবিগঞ্জ পৌর যুবদল সভাপতি সফিকুর রহমান সিতু, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে কাগজপত্র সংগ্রহ করে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত দুইদিন আগে ঢাকা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের প্রাইভেট গাড়ীটি চুরি হয়।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।