চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কের কাচুয়া বাজারের দক্ষিণ দিক থেকে কালিচুং গ্রামের রাস্তায় পানি নিস্কাশনের খালে মাটি ভরাট করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ফলে ওই রাস্তায় জনসাধারণের চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীরা চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি উপজেলা পরিষদ চেয়ারম্যান, অফিসার ইনচার্জ, চুনারুঘাট থানা ও স্থানীয় ৩নং দেওরগাছ ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরণ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাল্লা সড়কের কাচুয়া বাজার থেকে কালিচুং গ্রামের রাস্তার পাশের খালে মাটি ভরাট করে বাধ সৃষ্টি করে ওই এলাকার আব্দুল ছালাম ঝাড়ু মিয়াসহ তার লোকজনেরা। ফলে খালের বৃষ্টির পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনচলাচল বিঘœ হয়েছে। এদিকে রাস্তাটি প্রায় দুই/আড়াই ফুট পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। খালে মাটি ভরাটের কারণে উক্ত রাস্তা দিয়ে এলাকার স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীরা যাতায়তের মারাত্মক অসুবিধার সম্মুখিন হচ্ছেন। এমনকি উক্ত এলাকার লোকজন হাট বাজার ও উপজেলার সদর এবং বিভিন্ন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার লোকজন গত বৃহস্পতিবার পানি নিস্কাশনের জন্য স্বেচ্ছায় খালের মাটি অপসারণের জন্য উদ্যোগ গ্রহণ করলে ঝাড়– মিয়াসহ তার লোকজন বাধা প্রদান করে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ সরকারি রাস্তার খালে দুর্বৃত্তরা কিভাবে ভরাট করে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সৃষ্টি।