মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক বই দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, ম্যানেজিং কমিটির সদস্য গোলাপ খান, আসাদুজামান গেন্দু, মাসুকুর রহমান, আলমগীর হোসেন টিপু। শিক্ষক সালাউদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সেকায়েত কর্মকর্তা বিদ্যাপতি বিশ্বাস, একাডেমী সুপার ভাইজার রোকশানা, পিটিআই সদস্য মাসুদ আলী প্রমুখ। পরে প্রধান অতিথি বর্ণমালা নামে একটি দেওয়ালিকা ও নতুন লাইব্রেরীর উদ্বোধন করেন।