সংবাদদাতা ॥ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হাসান জীবন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিনদর্শণ করেছেন। এ সময় তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতাকর্মিকে ফসল হারারা অসহায় কৃষকদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। পরিদর্শণকালে তিনি অকাল বন্যায় তলিয়ে যাওয়া বানিয়াচং-আজমিরীগঞ্জ হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পরিদর্শনকালে ডাঃ জীবনের সাথে ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন বকুল প্রমুখ।