এক্সপ্রেস ডেস্ক ॥ উত্তরাধুনিক যুগে কোনো মানুষ কি ৩২৪ বছর বাঁচতে পারে? অবাক হলেও সত্যি এমনই এক ঘটনা ঘটতে যাচ্ছে। তবে ঘটনাটি বাস্তবে নয়। এটি ঘটবে ‘রাবতা’ সিনেমায়। এই বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধের চরিত্রে তার নিজের লুক কেমন হবে, তা শেয়ার করেছেন তিনি। ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘এই হল রাবতায় আমার গেস্ট অ্যাপিয়ারেন্স।’ কুঁচকে যাওয়া ত্বক, ট্যাটু, আদিবাসী গয়না সব মিলিয়ে রাজকুমারের চেহারার আমূল বদল হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। প্রেমের গল্পে জড়িয়ে রয়েছে প্রতিশ্র“তিও। একেবারে শেষে দেখা মিলবে এই আদিবাসী বৃদ্ধের। দেখে বোঝার উপায় নেই মেকআপের আড়ালে আসলে লুকিয়ে রয়েছেন রাজকুমার রাও। রাজকুমারের এই লুক আনতে পরিচালক দীনেশ ভিজান ও টিমকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ১৬ বার পরীক্ষার পরে নাকি রাজকুমারের এই লুক ফাইনাল করা হয়।
লস অ্যাঞ্জেলসের এক মেকআপ আর্টিস্টের সাহায্যে রাজকুমার হয়ে উঠেছেন ৩২৪ বছরের এই আদিবাসী বৃদ্ধ।