মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বজ্রঝড়ের ঘনঘটা বৃদ্ধি পাওয়ার কারনে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলা এবং এর পার্শ্ববর্তী এলাকায় ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০১৭ সময়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ মোঃ আবিদুর রহমান খান। হবিগঞ্জ জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বেলায়েত হোসেন আবহাওয়াবিদ মোঃ আবিদুর রহমান খান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হয়েছে। এর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এ সংক্রান্ত একটি চিঠি বানিয়াচং উপজেলা কৃষি অফিসে প্রেরণ করা হলে বানিয়াচং উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে পরামর্শ সভা করে দ্রুত মাঠের পাকা ধান কাটার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।