মাধবপুর প্রতিনিধি ॥ আইন শৃংখলা বাহিনীর সদস্য ডিবি পরিচয় দিয়ে সংঘবদ্ধ একটি ছিনতাই চক্র স্টার সিরামিক্সের ড্রাইভার, হিসাব রক্ষক ও নিরাপত্তা কর্মীকে জিম্মি করে সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বুধবার রাতে মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টার সিরামিক্সের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকারিয়া মাধবপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
নিরাপত্তাকর্মী সাজিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মাধবপুর প্রাইম ব্যাংক থেকে টাকা উত্তোলন করে প্রাইভেটকার যোগে শাহজীবারের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর নামকস্থানে ডিবি পরিচয় দিয়ে ৬ জনের একটি দল ডিবি প্রাইভেটকার থামিয়ে দেয়। কোন কিছু বুঝে উটার আগেই তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে টাকা রেখে তাদেরকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ব্যাপারে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।