নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি-তাহিরপুর আঞ্চলিক সড়কে সম্প্রতি যাত্রীবাহী পরিবহনে গন-ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আবারো কুর্শি-তাহিরপুর সড়কের মাঝামাঝি স্থানে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। এ সময় স্থানীয় লোকজন ওই স্থানে ডাকাত দলের অবস্থান বুঝতে পেরে মোবাইল ফোনে অত্র এলাকায় জানাজানি হয়ে যায়। গাড়িতে আক্রমন করার আগেই চার দিকে লোকজন অবস্থান নেন। ডাকাত দল বিষয়টি আচ করতে পেরে পার্শ্ববর্তী জোয়ালভাঙ্গার হাওয়রে চলে যায়। এ সময় ডাকাতদলকে পাকড়াও করতে জনতা জোয়ালভাঙ্গার হাওরের চার পাশে অবস্থান নেন। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে এলাকাবাসী যার যার বাড়ি চলে যান। এদিকে ওই রাস্তায় দিনের বেলায়ও চলাচল করতে সাধারন লোকজনের মাঝে দেখা দিয়েছে আতংক।
উল্লেখ্য, গত কয়েক দিনে ওই সড়কে মুখোশ পড়া ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চলাচলরত যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামাল লুটে নেয়।