স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে মনির মোন্ডা (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত বিশ্রাম মোন্ডার পুত্র। গত মঙ্গলবার বিকাল ৫টায় বাড়ির পাশে একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন চুনারুঘাট থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ছুরতহাল রিপোর্ট শেষে বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কোন কারণ জানা যায়নি।