স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বৈশাখী টিভি হবিগঞ্জ প্রতিনিধি ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণ করেছেন। তিনি গতকাল বুধবার রাত ৮টায় কাতার এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে আগামী ৪মে তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক রাসেল চৌধুরীর পিতা বিআরডিবি’র অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী ও মাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বদরুন নাহারও পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে তার সাথে সৌদি আরব গমণ করেছেন।