মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জালুয়াবাদ গ্রামের সরকারি রাস্তা জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গ্রামবাসী প্রতিকার চেয়ে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
জানা গেছে, জালুয়াবাদ গ্রামের নুর মিয়া সহ কতিপয় ব্যক্তি জোর পূর্বক সরকারি রাস্তা দখল করে এর উপর পাকা ভবন নির্মান করেছে। এতে জন চলাচল ব্যহত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরজমিন তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।