নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃত ডাকাত সর্দার আব্দুল হালিমকে আদালতে প্রেরন করা হয়েছে। তাকে দুটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা ও ১টি নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ডাকাত সর্দার আব্দুল হালিম (৩৩) কে গ্রেফতার করে পুলিশ। ধৃত হালিম উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে উক্ত ডাকাত আব্দুল হালিমের নেতৃত্বে ডাকাতি ঘটনা সংঘটিত হয়েছে। ওই সব ডাকাতি ঘটনার দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ নানা স্থানে অভিযার চালিয়ে তাকে গ্রেফতার করতে পারেনি। মঙ্গলবার সন্ধ্যায় ডাকাত হালিমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।