চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কৃষকলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে। বোধবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিবের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহির মিয়া মহালদার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান শামছুজ্জামান শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা রুমন ফরাজী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ আহমেদ মিজান, সহ-সভাপতি ফুল মিয়া, যুগ্ম সম্পাদক সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, মিলন মিয়া, অর্থ সম্পাদক আফজল মিয়া, দপ্তর সম্পাদক সফিক মিয়া, পৌর কৃষকলীগের সভাপতি কামাল তরফদার, সিনিয়ির সহ-সভাপতি হানিফ ভান্ডারী, সেক্রেটারি জাহিদ চৌধুরীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠেনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটার পর পৌর শহরে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে অনুষ্ঠান সমাপ্ত হয়।