স্টাফ রিপোর্টার ॥ পুলিশ এসল্ট মামলায় সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে সদর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তেঘরিয়া থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সোহেল আহমেদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।