স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দশধরি গ্রামের লাল মিয়ার পুত্র রফিকুল ইসলাম (৩৫) ও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার ফেরিচর গ্রামের আবু চাঁন মিয়ার পুত্র রতন মিয়া (৩০)। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।