স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আবিদ উল্লার সাথে আহাম্মদ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় আবিদ উল্লা (৩৫), সাবিদ উল্লা (৩০) ও মমিনা আক্তার (৬০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।