কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের হোম সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ১১টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশকালে স্টেশনের হোম সিগনালের কাছে ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতনামা এই ব্যক্তি। লোকটির পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। ঘটনার পর রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে এবং দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।