স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। গতকাল সোমবার সকাল ১১টার দিকে শায়েস্তাগঞ্জ থানার পুরাসুন্দা গ্রামের আনছব উল্লাহর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আনছব উল্লাহর ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।