স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে কষ্টি পাথর চুরি মামলার আসামী ডাকাত নূরে আলম (২৫) কে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। নূরে আলম উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আবু তাহেরের পুত্র। গতকাল সোমবার ভোর ৫টায় কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রুপু কর গোপন সূত্রের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তার গ্রামের বাড়ী পূর্ব জয়পুর থেকে তাকে গ্রেফতার করে। পাইকপাড়া গ্রামের রাখাল চন্দ্র শীল বাদী হয়ে কষ্টি পাথর চুরি ও এসআই রুপু কর বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর সাথে যোগাযোগ করলে বলেন কুখ্যাত ডাকাত নূরে আলমকে দীর্ঘদিন ধরে খোজছে পুলিশ। সে একাধিক ডাকাতি মামলার আসামী।