স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও নবীগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী জাতীয় পার্টির কর্মী পরিচয়দানকারীসহ ২ জনকে আটক করেছে। গত রবিবার রাত ৮টায় ডিবি পুলিশের এসআই আব্দুল করিম ও ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার রাঙ্গের গাঁও গ্রামে অভিযান চালিয়ে মৃত আব্দুস সোবহানের পুত্র জাতীয় পার্টির কর্মী পরিচয়দানকারী আজিজুল ইসলাম (৪০) কে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির প্যাঁচ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারের যাত্রী ছাউনির কাছ থেকে মান্দারকান্দি কসবা গ্রামের মৃত হাজি মতলিব মিয়ার পুত্র আরেক শীর্ষ মাদক সম্রাট আদর আলী (৪০) কে আটক করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবির এসআই ইকবাল বাহার ও আব্দুল করিম বাদি হয়ে মামালা দায়ের করেছে। গতকাল সোমবার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।