চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার নলুয়া চা-বাগান এলাকা থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-সোমবার ভোররাতে চুনারুঘাট উপজেলার গুইবিল সিমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুস সালামের নেতৃত্বে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য এক লাখ বত্রিশ হাজার টাকা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।