স্টাফ রিপোর্টার ॥ একুশে টেলিভিশনের আইটি বিষয়ক অনুষ্ঠান ই-টেকের প্রশ্নোত্তর পর্বে এবারের অতিথি হবিগঞ্জের সন্তান আইটি ব্যক্তিত্ব হেলাল উদ্দিন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা ও আগামী শনিবার রাত ৮টায় অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে সম্প্রচার করা হবে। হেলাল উদ্দিন ঢাকায় অবস্থিত পপুলার আইটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মোঃ ফারুক মিয়ার একমাত্র পুত্র।