প্রেস বিজ্ঞপ্তি ॥ ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৬-১৭ইং টায়ার-২ এর খেলা আগামী বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। উদ্বোধনী খেলায় হবিগঞ্জ জেলা দল ও শেরপুর জেলা দল মুখমুখি হবে। আজ সিলেট এর উদ্দ্যেশে হবিগঞ্জ জেলা দল রওয়ানা হবে। গতকাল সোমবার জেলা দলের হাতে আনুষ্ঠানিক ভাবে জার্সি তোলে দেন জেলা প্রশাসক সাবিনা আলম। এ সময় তিনি জেলা দলের সফলতা কামনা করেন এবং খেলাধুলায় ব্যাপক অংশ গ্রহন ও আয়োজনের মাধ্যমে যুব সমাজকে বিপদগামি থেকে রক্ষা প্রত্যয় ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কলি, সদস্য হুমায়ুন কবির সাহেদ। টায়ার-২ এর অন্য দল হল নোয়াখালী ও ফেনী। হবিগঞ্জ এর ২য় খেলা ২৩/০৪/১৭, ৩য় খেলা ২৬/০৪/১৭ তারিখ অনুষ্ঠিত হবে। জেলা দলের ম্যানেজার এডঃ বিভৎসু চক্রবর্তী বিভু, কোচ মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও সহকারি কোচ তুষার তালুকদার।